হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও
মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও।।
বৈঠা বাও সারি গাও করতাল বাজাও
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও।।
অকূল সাগরের পাড়ি সোজা রাস্তায় যাও
বেলা থাকিতে নৌকা কিনারা ভিড়াও।।
জীবনরবি ডুবে যাবে বেলার দিকে চাও
আবদুল করিম বলে নৌকার না বুঝিলাম ভাও।।
(সারি গান)