হিংসাখোরগণ বলে এখন

হিংসাখোরগণ বলে এখন
আবদুল করিম নেশাখোর
ধর্মকর্মের ধার ধারে না
গানবাজনাতে রয় বিভোর।।

হিংসা অহংকার করা
মোমিনের কর্তব্য নয়
আদমকে হিংসা করিয়া
মকরম আবেদ শয়তান হয়
বুঝিতে হয় আসল বিষয়
হিংসা নিন্দা করে দূর।।

হিংসাখোরগণ ধার্মিক নয়
করে দেখো সুবিচার
অহিংসা পরম ধর্ম
জ্ঞানী বলেন বারেবার
আল্লা-রাসুলের বাজার
কেউ ধনী কেউ দিনমজুর।।

মসজিদকে খোদার ঘর বলি
মন্দির ভগবানের ঘর
আসলে খোদার আরশ
হয় মোমিনের অন্তর
যে করে তার নিজের খবর
আমি বলি সে চতুর।।

মানুষের সঙ্গ করিলে
মানুষ তখন মানুষ হয়
জন্ম-জরা-যমযাতনা
থাকে না তার কোনো ভয়
বাউল আবদুল করিমে কয়
নয়ন রাখো মাশুকপুর।।

(মনঃশিক্ষা)