যাও যদি আও দলে দলে উঠেছে বেলা

যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
পয়লা ফাগুনে আইলো ধলের মেলা।।

যাইতে মেলা বাজারে রাস্তাতে নদী পড়ে
আগে যারা রাস্তা ধরে যায় বড় ভালা।।

ঠিক রাখিও মনের গতি জুয়া খেলায় দিও না মতি
ভাই রে ভাই দিনে ডাকাতি তিন তাসের খেলা।।

দেখবে কত সার্কাসবাজী দেখলে মন হয় যে রাজি
হাতে যদি থাকে পুঁজি খাবে রসগোল্লা।।

করিমের পয়সা নাই রসগোল্লা খাই না খাই
রস বিলাইতে আমি যাই ওগো সরলা।।

(আঞ্চলিক)