যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
সখি কওনও না যায়।।

আমার কুঞ্জে আসবে বলে গো আমি আছি তার আশায়
পুষ্পচন্দন ছিটাই কত ফুলের বিছানায় গো।।

আসবে বলে আশা দিয়া গো বন্ধে আমারে কাঁদায়
না জানি কার কুঞ্জে থেকে কার আশা পুরায় গো।।

দারুণ বসন্তকালে গো আমি মরি প্রেমজ্বালায়
কোকিলার কুহু রবে পোড়া প্রাণ পুড়ায় গো।।

বাউল আবদুল করিম বলে গো আমি হইলাম নিরুপায়
দেশান্তরী করবে মোরে প্রাণের বন্ধুয়ায় গো।।

(বিচ্ছেদ)