যে গুণে বন্ধু রে পাব সে গুণ আমার নাই গো

যে গুণে বন্ধু রে পাব সে গুণ আমার নাই গো
যে গুণে বন্ধু রে পাব।।

প্রাণপাখি মনের আনন্দে ঠেকেছে পিরিতের ফান্দে
তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো।।

যে গুণে আনন্দ বাড়ে আদর করে রাখে ধারে
গুণ নাই আমি করজোড়ে চরণছায়া চাই গো।।

হইতাম যদি গুণে গুণী পাইতাম গো সেই পরশমণি
করিমের দিনরজনী আর ভাবনা নাই গো।।

(বিচ্ছেদ)