কাঙালের বন্ধু রে

কাঙালের বন্ধু রে
কাঙাল জেনে দয়া কর মোরে
আশায় নিরাশ করিও না
বলি করজোড়ে।।

আকাশে নয় পাতালে নয়
নহে তুমি দূরে
স্বরূপেতে আছ জানি
ভক্তের অন্তরে।।

কাম-ক্রোধ-লোভ-মোহ
সঙ্গে সঙ্গে ঘোরে
ভাণ্ডারের ধন করে হরণ
নিল মদনা চোরে।।

কামসাগরে ছাড়লাম তরী
যৌবনের আষাঢ়ে
রিপুর বশে বশী হয়ে
পড়লাম ঘোর আঁধারে।।

সঙ্গীহারা অধর্মরা
কে রাখবে আদরে
কালনী নদীর তীরে করিম
আছে কুঁড়েঘরে।।

(ভক্তিগীতি)