কারে কী বলিব আমি

কারে কী বলিব আমি
ঠেকছি নিজের আক্কলে
টেকা-পয়সা না জমাইয়া
বিয়া করে কোন বেয়াক্কলে।।

ভাইবন্ধু সব মিলিয়া
আমারে করাইলা বিয়া
আমার গলায় ফাঁসি দিয়া
হাসে তারা সক্কলে।।

দশ বৎসর হয় করলাম বিয়া
এক ছেলে ছয় মাইয়া
আমারে ঘিরিল আইয়া
দারুণ ভবের জঞ্জালে।।

লাভ করিতে গেল আসল
এখন ভাবনা কেবল
আবদুল করিম ঘোর পাগল
ভালো ছিল এককালে।।

(বিবিধ)