কেন মন মজিলে রে মিছা মায়ায়

কেন মন মজিলে রে মিছা মায়ায়।
আসবে শমন বানবে যখন ঠেকবে তখন বিষম দায়।।

আসছ ভবে যাইতে হবে চিরদিন কি ভবে রবে
এ সব কি তোর সঙ্গে যাবে যা দেখতেছ এ ধরায়
সামনে তিমির-রাতি কে আছে তোর সঙ্গীসাথি
মামলার যেদিন উঠবে নথি হবে সেদিন নিরুপায়।।

ঘাটের তরী ঘাটে বান্ধা পাছে সার হইবে কান্দা
বেলা গেলে সন্ধ্যা হলে পাড়ি দেওয়া হবে দায়।
বেলা থাকতে নৌকা ছাড়ো ভাবের বৈঠা পাছায় ধরো
মাল্লা ছয়জন বাধ্য করো যাবে নৌকা কিনারায়।।

সুজন বেপারী যারা পাড়ি দিয়ে গেল তারা
কত জনের লাখের ভরা ডুবাইল মাঝ দরিয়ায়।
করিম কয় মনবেপারী সামনে অকূল পাড়ি
মুর্শিদ বিনে নাই কাণ্ডারি ভবপুরের পারঘাটায়।।

(মনঃশিক্ষা)