কই থেকে আইলাম কই বা যাইতাম

কই থেকে আইলাম কই বা যাইতাম
কেন বা আইলাম, ভাবিয়া না পাইলাম
কার কাছে সেই খবর লইতাম।।

ঠেকলাম মায়াজালে দিন গেল বিফলে
বুঝে না মন-পাগলে কারে কী কইতাম।
আমার কেউ নয় লাগিয়াছে ভয়
দেশে যাইবার সময় কী লইয়া যাইতাম।।

সদায় এই ভাবনা দুনিয়াদারি যন্ত্রণা
সহিতে পারি না কত সইতাম।
পরের বাড়ি পরের ঘর জানিলে সেই খবর
তবে কি রঙবাজারে মন বিকাইতাম।।

ধনদৌলত পরের বুঝ হইলে করিমের
আসল মনিবের গোলাম হইতাম।
আমি আমার হইয়া আমারে লইয়া
পরের গান থইয়া আমার নিজের গান গাইতাম।।

(দেহতত্ত্ব)