কলসি লইয়া কে গো জল ভরিতে যাও

কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
বারে বারে কেন তুমি ফিরে ফিরে চাও।।

ভ্রমরের বর্ণ জিনি কালো মাথার কেশ
শ্যামল বরন রূপে পাগল করলা দেশ
ঠমকে ঠমকে হাঁট মুনির মন ভুলাও।।

পরেছ নীলাম্বরি বাতাসে দোলায়
পরান কাড়িয়া নিলে চোখ ইশারায়
কেমনে পাব তোমায় আমায় বলে দাও।।

তুমি আমার আমি তোমার দুইয়ে এক জোড়া
মধুভরা ফুল তুমি আমি ভ্রমরা
করিম তোমার প্রেমে মরা তুমি গো বাঁচাও।।

(প্রণয়গীতি)