কষ্ট করে আছি এখন বাইচ্চা

কষ্ট করে আছি এখন বাইচ্চা
সাধের জীবন বিফল গেল
পরার তালে নাইচ্চা।।

এমন যদি আগে জানতাম
হিসাব নিকাশ করে চলতাম
জ্ঞান থইয়া কি পাগল হইতাম
নেংটি মারতাম খেইচ্চা।।

রসের গাছে রস মিলে না
রসরাজ আর কেউ বলে না
রঙ্গিলা দালানখানা
পড়িতেছে ধইচ্চা।।

ভবসাগর পাড়ি দিতে
আবদুল করিম ঠেকছে পথে
পারি না নৌকা বাঁচাইতে
দুই হাতে জল সেইচ্চা।।

(বিবিধ)