কও সজনী গুণমণি

কও সজনী গুণমণি
কার কুঞ্জে রইল
আমার কুঞ্জে আসবে বলে
আমারে কইল।।

আসবে বলে আশায় রইলাম
ফুলবিছানা সাজাইলাম
আশাতে নিরাশা হইলাম
নিশি শেষ হইল।।

জ্বালাইয়া মোমের বাতি
জাগিয়া পুহাইলাম রাতি
আসিল না প্রাণের সাথি
উপায় কী বল।।

করিম বলে কী করব আর
পুড়িয়া হইলাম আঙ্গার
বিচ্ছেদের আগুনে আমার
অঙ্গ ধইল।।

(বিচ্ছেদ)