মানবতত্ত্বের কী মাহাত্ম্য

মানবতত্ত্বের কী মাহাত্ম্য
বোঝে কয়জনে
মানবতত্ত্ব প্রকাশিল
অতি সন্ধানে।।

বোঝা যায় না মানবলীলা
কী ভেদে করেছে খেলা
খুলেছে যার প্রেমের তালা
সে জানে মনে।।

আপনাকে ভালোবাসি
বিশ্বাস করে হও সাহসী
আপন ঘরে মক্কা-কাশী
আছে গোপনে।।

করিম বলে ও পাগল মন
আপন ঘরে চৌদ্দ ভুবন
চোখ থইয়া তুই অন্ধ যখন
দেখবে কেমনে।।

(দেহতত্ত্ব)