মাথা নত করে আর বসব না ঘরে
বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
সহিব না আর কোনো অবিচার
করিব এবার সত্যেরই লড়াই
দেশপ্রেমিক যে জন তাকে করব সমর্থন
পুরবে আকিঞ্চন করিব বাদশাই।।
আর থেকো না ঘুমে আর পড় না ভ্রমে
চল নিত্যধামে ওরে চাষী ভাই
স্বাধীন পাকিস্তান রাষ্ট্রেরই বিধান
সকলই সমান ছোট বড় নাই।।
দেশের জন্য প্রাণ করে দাও কুরবান
উড়াও জয়নিশান কোনো ভয় নাই
আবদুল করিম কয় কারে করি ভয়
করিব বিলয় অন্যায়ের বাদশাই।।