মন আমার যায় না সুপথে

মন আমার যায় না সুপথে
কী করি এখন
পাগল মনে বুঝ মানে না
হইল না সাধন ভজন।।

হয়ে আমি দিশেহারা
হলো না মোর বিচার করা
আমি বা কোনজন,
রিপুর বশে বশী হয়ে
চিনিলাম না পর-আপন।।

সুসময়ে সুকৌশলে
আপন ঘরে খুঁজলে মিলে
অমূল্য রতন,
সময় থাকতে ভজিলাম না
মুর্শিদের রাঙা চরণ।।

কামিনী-কাঞ্চনের দেশে
বন্দি হইলাম অষ্টপাশে
ভাবি সর্বক্ষণ,
বাউল আবদুল করিম বলে
হইল না ভুল সংশোধন।।

(মনঃশিক্ষা)