মনে তোরে চায় রে বন্ধু

মনে তোরে চায় রে বন্ধু
প্রাণে তোরে চায়
অবলা রাধার কুঞ্জে
আয় রে বন্ধু আয়।।

আগে কত আশা দিলে
মন-প্রাণ কাড়িয়া নিলে
তখন তুমি বলেছিলে
ছাড়বে না আমায়।।

যে দিন হতে তোমা হারা
হয়েছি পাগলের ধারা
বসত করি পাগলপাড়া
লোকে মন্দ গায়।।

বাঁধা তোমার প্রেমঋণে
এই ভাবনা নিশিদিনে
বাঁচে না প্রাণ তুমি বিনে
হলেম নিরুপায়।।

বন্ধু তুমি আমার হলে
কুলমান ভাসাইয়া জলে
দিব মালা তোমার গলে
ধরব তোমার পায়।।

চরণে মিনতি করি
দেখা দাও, দেখিয়া মরি
কেমন করে ধৈর্য ধরি
লোম অসহায়।।

করিম কয় তোমার মন সাদা
আমি কলঙ্কিনী রাধা
প্রাণটি তোমার কাছে বাঁধা
তাই তো ভোলা দায়।।

(বিচ্ছেদ)