মুর্শিদের কাছে আমি কেন যাই

মুর্শিদের কাছে আমি কেন যাই
কার কাছে কী বলিব
কেন তার গুণগান গাই।।

আমি হলেম চিররোগী
ভব-ব্যাধিতে ভুগি
হয়েছি দোষের ভাগী
কত মন্দ শুনি তাই।
মুর্শিদের আশ্রয় নিলে
মনপ্রাণ বিকাইয়া দিলে
ভবব্যাধির ঔষধ মিলে
এছাড়া আর উপায় নাই।।

মুর্শিদ আঁধারের বাতি
ভক্তজনের চিরসাথি
ঔষধ হোমিওপ্যাথি
খাইলে রয় না রোগ বালাই
অভক্ত তার কাছে যায় না
তাই তো সে সন্ধান পায় না
দয়াল সে-জন পয়সা চায় না
বিনামূল্যে ঔষধ পাই।।

ঔষধ নয় সুধা যাচে
সুধা মিলে প্রেমের গাছে
ভক্তজন খেয়ে বাঁচে
অভক্তের কপালে ছাই।
সর্বহারা হয়ে পরে
আবদুল করিম চিন্তা করে
মুর্শিদের চরণ ধরে
স্বরূপে রূপ দেখতে চাই।।

(পির-মুর্শিদ স্মরণ)