নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ
লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক রেখ ইমান।।
নবি ওলিগণ
যুগে যুগে করলেন কত অসাধ্য সাধন
স্মৃতি মিটবে না কখন
কুদরতি ক্ষমতার বলে হয়ে বলিয়ান।।
পিরানে পির
আবদুল কাদের জিলানি শাহ দস্তগির
সত্যের রাহাগির
রেখে গেলেন যে নজির ইতিহাস প্রমাণ।।
খাজার দরবারে
আশেক যারা আপন হারা প্রেমের বাজারে
যেয়ে দেখ আজমিরে
হৃদয় খুলে প্রেমভরে গায় গুণগান।।
বাবা শাহজালাল পির
বোরহানের আবেদনে সিলেটে হাজির
নিয়ে আল্লাহর জিকির
আল্লাহু আকবার ধ্বনি উঠিল আজান।।
আল্লাহর ওলি যারা হয়
জন্ম-জ্বরা-যমযাতনা তাদের জন্য নয়
তারা হলেন মৃত্যুঞ্জয়
করিম কয় বুঝিবার বিষয় ওলি আউলিয়ার শান।।
(ওলি স্মরণ)