ও মনমাঝি রে

ও মনমাঝি রে
অকূল সাগরে তোমার নাও
অকূলেতে কূল মিলিবে
মুর্শিদ যদি পাও।।

ছয় রিপুকে বাধ্য করে
প্রেমের বৈঠা বাও
ভাঙা তরী বিপদ ভারি
সাবধানে চালাও।।

ভালো-মন্দ বলুক লোকে
করিও না রাও
করিম বলে প্রাণ সঁপে দাও
মুর্শিদের পাও।।

(মনঃশিক্ষা)