ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে

ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
কোন দেশে যাও রে মাঝি
আমারে যাও কইয়া রে।।

ভাটিয়াল পানি বাইয়া মাঝি
ভাটিয়ালি গান গাইয়া রে
ভাটিয়াল হাওয়ায় ভাটিয়াল বাদাম দিয়াছ টানিয়া রে
লিলুয়া বাতাসে তোর নাও চলছে ধাইয়া-ধাইয়া রে।।
ময়ূরপঙ্খি নাওখানা তোর
মধ্যে দিলা ছেয়া রে।।

চন্দ্রসম রূপ রে মাঝি তোমারই বদনে রে
রূপের ছটা বিষম লেঠা লাগিল নয়নে রে
একটু টিকে যাও রে মাঝি নৌকাখান ভিড়াইয়া রে
তোর দেশে প্রাণ যাইতে চায়
তোর নৌকায় উঠিয়া রে।।

কিসের ভাই কিসের বন্ধু কিসের দয়ামায়া রে?
এই দুনিয়া পুতুল খেলা দেখিনু ভাবিয়া রে
মনমানুষকে ধরব বলে মনে আশা নিয়া রে
করিম কয় আশার আশে
দিন গেল ফুরাইয়া রে।।

(বিচ্ছেদ)