ওগো শাহপরান আউলিয়া
এই দেশে আসিলায়
কী ধন সঙ্গে নিয়া।।
কী ধন দিতে কী ধন নিতে
কী মনে ভাবিয়া
জন্মস্থান ছেড়ে আইলায়
সর্বত্যাগী হইয়া।।
মজাররদে ওলি তুমি
তুমি গুণে গুণিয়া
দুই কুলের বাদশাহ হলে
কোন পরশ পাইয়া।।
প্রেমিক ভক্ত আশেক যারা
তোমার নাম শুনিয়া
দরগা জিয়ারতে আসে
দেওয়ানা হইয়া।।
না দেখিয়া না চিনিয়া
মনে আশা নিয়া
ভক্তগণ কাঁদে তোমার
দরবারে বসিয়া।।
করিম বলে আছ তুমি
লা-মউত হইয়া
দাও তোমার রহমতের ছায়া
কাঙাল জানিয়া।।
(ওলি স্মরণ)