অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই।।
সঙ্গী নাই আমি একেলা ধরছি পাড়ি সন্ধ্যাবেলা রে
ভরসা মুর্শিদ মৌলা দেই দয়াল নামের দোহাই।।
সামনে ভীষণও নিদান এ বিপদে কে করবে ত্রাণ রে
সাঁঝ করে আসিবে তুফান, নাম বিনে ভরসা নাই।।
আবদুল করিম দায় ঠেকেছে দরদি কে ভবে আছে রে
দেও সংবাদ মুর্শিদের কাছে মরণকালে চরণ চাই।।
(সারি গান)