অকূলে পড়িয়া ডাকি

অকূলে পড়িয়া ডাকি
ওগো দয়াময়
তোমার আশা নাম ভরসা
আমার যে আর কিছু নয়।।

পড়ে আছি ঘোর আঁধারে
আর আমি ডাকিব কারে
তুমি থাকতে ভবপারে
কাঙালের কিসের ভয়।।

দয়াময় নামটি ধরো
বাঁচাও মারো ভাঙো গড়ো
সকলই যে তুমি করো
সৃষ্টি এবং স্থিতি-লয়।।

দয়া করো বলে তুমি
দয়াল বলে ডাকি আমি
তুমি যে জগৎস্বামী
তুমি দয়াল বিশ্বময়।।

মহা অপরাধী আমি
বলব কী সব জানো তুমি
তুমি সবার অন্তর্যামী
বাউল আবদুল করিম কয়।।

(ভক্তিগীতি)