পিরিত করে সুখ হইল না

পিরিত করে সুখ হইল না
যৌবন গেল বিফলে
দিনে দিনে বাড়ে ব্যথা
কলিজায় আগুন জ্বলে।।

লাগল গো সই পিরিতের নেশা
একদিন তারে পাব বলে ছিল গো আশা
ঘটল আমার এ দুর্দশা
কাঁদি বসে নিরলে।।

সখি তোরা জান নি কৌশল
কী দিয়া নিভাব আগুন বল গো তোরা বল
জল দিলে নিভে না অনল
পাব তারে কই গেলে।।

যার লাগিয়া হইলাম কুলের বার
সে কেন গো প্রাণসজনী হইল না আমার
সে বিনে মোর জীবন অসার
ও এ করিম কেঁদে বলে।।

অগ্রন্থিত গান-৪