পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন

পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন
আগে তো জানি না আমি
প্রেম করলাম যখন রে
বন্ধু বুঝিলাম এখন।।

পড়ে তোমার প্রেমের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে
প্রেম করিলাম মনানন্দে
জানিয়া আপন রে বন্ধু
বুঝিলাম এখন।।

তুমি হও জগৎস্বামী
তুমি সবার অন্তর্যামী
অন্য কিছু চাই না আমি
চাই তোমার চরণ রে
বন্ধু বুঝিলাম এখন।।

আমি চির-অপরাধী
তাই তো তোমার কাছে কাঁদি
আপন ঘরে ছয়জন বাদি
করে জ্বালাতন রে বন্ধু
বুঝিলাম এখন।।

তোমার বিচ্ছেদ-অনলে
বুক ভাসে নয়নজলে
বাউল আবদুল করিম বলে
সামনে মরণ রে বন্ধু
বুঝিলাম এখন।।

(বিচ্ছেদ)