প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি

প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি
মনের আগুন নিভে না জল দিলে।।

কোন দেশে মোর বন্ধু গেল গো সখি আমায় দাও না বলে
নইলে জলে ঝাঁপ দিব কলসি বেঁধে গলে গো সখি।।

প্রাণবন্ধুরে হারা হয়ে গো সখি ভাসি নয়নজলে
বুঝি না দারুণ বিধি কী লেখল কপালে গো সখি।।

বন্ধুর প্রেমে কলঙ্কিনী গো সখি হইলাম গোকুলে
কুলে পড়ক ছাই তাতে ক্ষতি নাই
বন্ধু আমার হইলে গো সখি।।

পাগল আবদুল করিম বলে গো আমি ভাসিলাম অকূলে
কী সুখে যায় দিনরজনী বোঝে না কেউ কইলে গো সখি।।

(বিচ্ছেদ)