প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে

প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে
করলাম না আদর
তাই তো তার দয়া হইল না
লয় না সে আমার খবর।।

বন্ধু আমার দয়ার সিন্ধু
দীনজনার বন্ধু পরশপাথর
লোহাতে পরশ লাগিলে
স্বর্ণ হয়ে যায় সত্যুর।।

দেওয়া হলো না ষোলো আনা
তাই তো আমার এই লাঞ্ছনা জন্ম-জন্মান্তর
প্রাণবন্ধুর দয়া বিনা
কেমনে তরি ভবসাগর।।

পাই না বন্ধুর খবরবার্তা
মনে বাড়ে দ্বিগুণ ব্যথা রইল কার বাসর
বাউল আবদুল করিম বলে
জুড়ায় না পোড়া অন্তর।।

(বিচ্ছেদ)