প্রাণসখি রে

প্রাণসখি রে,
আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
তারে একবার এনে দেখাও না।।

প্রেম করা নয় প্রাণে গো মরা
জাতি-সাপের লেজে ধরা
সখি আমি আগে জানি না
কালের বিষে যে মন্ত্র মানে না।।

প্রেম করিয়া হইলাম গো দোষী
জাতি কুলমান গেল ভাসি
ঘরে বাইরে সকলের জানা
আমার মতো মরতে যাইও না।।

তবু যদি প্রেম করতে চাও
জীবিত প্রাণে মরিয়া যাও
এ জীবনের আশা রেখ না
শুধু মুখের কথায় পিরিতি হয় না।।

আবদুল করিম কয় গো সখি
এইভাবে কতদিন থাকি
প্রাণপাখি আমার হইল না
আমার পাগল প্রাণে ধৈর্য মানে না।।

(বিচ্ছেদ)