শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়।।
ধান সরিষা পাট ফলে সিমেন্ট চুনাপাথর মিলে
সার ফলে গ্যাস মিলে চা পাতা সিলেটে হয়।।
সিঙ্গেল পাথর বালু মিলে সিলেটেতে বাঁশ ফলে
ছাতকে পেপার মিলে পাবে তাহার পরিচয়।।
সিলেটে ভাসা পানি বর্ষায় হয় নাও দৌড়ানি
মাছের ফলন ভালো জানি আছে অনেক জলাশয়।।
নদীনালা খালে বিলে অনেক জাতের মাছ মিলে
বাউল আবদুল করিম বলে মাতৃভূমি স্বৰ্গৰ্ময়।।
(আঞ্চলিক)