সর্বধনে ধনী তুমি

সর্বধনে ধনী তুমি
আমি যে কাঙাল
আউলিয়া শাহজালাল।।

পাক নুরেতে নুরনবি
সেই নুরে তোমার ছবি
প্রশংসা কী বলবে কবি
ভাবিয়া বেহাল-
আউলিয়া শাহজালাল।।

ছিলা তুমি ইয়ামনি
অমূল্য পরশমণি
তুমি যে রহমতের খনি
কুদরত কামাল-
আউলিয়া শাহজালাল।।

এ দেশবাসীর ভাগ্য ভালো
আঁধারে পাইল আলো
ভক্তগণে লুটে নিল
প্রেম ভাণ্ডারের মাল-
আউলিয়া শাহজালাল।।

পাগল আবদুল করিম বলে
আশায় জীবন গেল চলে
দয়ালের দয়া হলে
ভয় কী একাল-সেকাল-
আউলিয়া শাহজালাল।।

(ওলি স্মরণ)