সখি গো বন্ধু রে দেখিবার মনে চায়

সখি গো বন্ধু রে দেখিবার মনে চায়
দুঃখ রবে জন্মান্তরে যদি অদর্শনে প্রাণ যায়
বন্ধুরে দেখিবার মনে চায়।।

অনেক দিন হয় বন্ধু ছাড়া হলেম পাগলিনীর ধারা গো
ভাঙা কপাল লয় না জোড়া হইলাম আমি নিরুপায়।।

ভাইবন্ধু-পাড়াপড়শি সবার কাছে হইলাম দোষী গো
প্রাণবন্ধুরে ভালোবাসি প্রাণ সঁপিয়া রাঙা পায়।।

আমায় করে কুলবিনাশী প্রাণবন্ধু হইল বিদেশী গো
একদিন তো দেখল না আসি কী সুখে মোর দিন যায়।।

যার জ্বালা সে জানতে পারে অন্যে জানবে কেমন করে গো
পাই না তারে প্রাণবিদারী কাঁদি বসে নিরালায়।।

প্রেম করা যে প্রাণে মরা আগে তো কইলায় না তোরা গো
ঘরে পোড়া বাইরে পোড়া পোড়ায় পোড়ায় দিন যায়।।

প্রাণ হয়েছে উড়োপাখি কেমনে বুঝাইয়া রাখি গো
এইভাবে কতদিন থাকি করি আমি কী উপায়।।

পিপাপী চাতকির মতো আর আশায় কাদিব কত গো
করিম কয় আমার মতো দুঃখী নাই আর এ ধরায়।।

(বিচ্ছেদ)