সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে

সখি রে, মন থাকে না ঘরে বন্ধুর বাঁশির সুরে
প্রাণবন্ধুর বাঁশির গানে মনপ্রাণ সহিতে টানে
মনকে পাগল করে
বন্ধুর বাঁশির সুরে।।

সখি রে, প্রাণবন্ধে বাঁশি বাজায় বসিয়া কদম্বতলায়
বাজায় বাঁশি দিনের দ্বিপ্রহরে
জল ভরিবার ছল করিয়া মনে লয় যাইতাম চলিয়া
প্রাণবন্ধুরে ধারে
বন্ধুর বাঁশির সুরে।।

সখি রে, শুনিয়া বশির ধ্বনি মন হইল উদাসিনী
উদাস মনে বাইরম বাইরম করে
মনে লয় যাইতাম উড়িয়া পোড়া প্রাণ জুড়াইতাম গিয়া
দেখিয়া বন্ধুরে
বন্ধুর বাঁশির সুরে।।

সখি রে, বাঁশিতে কী মধুভরা বাজায় আমার মনচোরা
এই বাঁশি কে শিখাইল তারে
করিম কয় মন সরলা বসিয়া কাঁদে নিরালা
কাল ননদির ডরে
বন্ধুর বাঁশির সুরে।।

(বিচ্ছেদ)