সরলা গো, কার লাগিয়া কী করিলাম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম
আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম।।

ছেলেবেলা ছিলাম ভালো মনেতে আনন্দ ছিল
যৌবন আলো তার পরে পাইলাম
তোমারে আপন জানিয়া সঙ্গিনী করে নিলাম।।

বুঝ মানে না পাগল মনে ঘুরলাম কত বনে বনে
কুলমানে জলাঞ্জলি দিলাম
সরল মনে দিয়া ব্যথা তোমারেও কাঁদাইলাম।।

বাসনা কামনা নিয়া রিপুর বশে বশী হইয়া
এখন ভাবি কী করিলাম
বাউল আবদুল করিম বলে কই যাবো কেন আইলাম।।

(প্রণয়গীতি)