তোমার প্রেমে মন হলো উদাসী
গো রাই রূপসী
তোমার প্রেমে মন হলো উদাসী
মনে জানে প্রাণে জানে
যে দিন দেখলাম নয়নে
সে দিন হতে তোমায় ভালোবাসি
গো রাই রূপসী।।
তোমার সঙ্গে প্রেম করিয়া
প্রেমের ফাঁদে পড়িয়া
নাম ধরিয়া বাজাই মোহন বাঁশি।
তোমার কথা মনে হলে
অন্তরে আগুন জ্বলে
লাগল গলে তোমার প্রেমের ফাঁসি
গো রাই রূপসী।।
আমি কালো তুমি ভালো
ভালো তোমার রূপের আলো
দ্বিগুণ ভালো তোমার মুখের হাসি।
তুমি বিনা মন মানে না
আমি আর কিছু জানি না
তোমার প্রেমে জাতিকুল বিনাশি
গো রাই রূপসী।।
আমি আশেক তুমি মাশুক
যার যা ইচ্ছা লোকে বলুক
ভাবে ভাবুক আমি যে প্রত্যাশী।
যে দিন হতে তোমা হারা
হয়েছি পাগলের ধারা
সর্বহারা করিম হয় সন্ন্যাসী
গো রাই রূপসী।।
(বিচ্ছেদ)