তুমি আমার প্রাণসখা

তুমি আমার প্রাণসখা
তোমায় ছাড়া বাঁচে না প্রাণ
তুমি আমায় যা দিয়েছ
কী দিব তার প্রতিদান।।

তুমি কাঙালের ধন পরশরতন
জীবের জীবন অন্ধের নয়ন
আমার প্রাণে চায় সর্বক্ষণ
গাইতে তোমার গুণগান।।

তুমি বিনে দরদি মোর ভবে নাই
মরম বেদনা কাহারে জানাই
করিম কয় যদি তোমায় পাই
চাই না আমার মান-কুলমান।।

(ভক্তিগীতি)