তুমি বিনে মনের বেদন কারে কই?
ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই।।
যখন যা হয় প্রয়োজন তোমার কাছে বলি তখন
আমার কে আর আছে আপন, জানি না আর তুমি বৈ।।
জন্মের আগে নিজগুণে মায়ের বুকে দুগ্ধদানে
পুষিয়াছ জানি মনে, আমি কি আর অন্যের হই।।
তুমি মারো তুমি বাঁচাও যা-ই করি তুমি করাও
তবে কেন ধমক দেখাও পাকা ধানে দিবা মই।।
কিসের সুখ্যাতি-অখ্যাতি স্বৰ্গনরক সঙ্গের সাথি
করিম কয় নাই উন্নতি সুখের আশায় দুঃখ সই।।
(আল্লা স্মরণ)