ইয়ামন হতে আইলায় দয়াল

ইয়ামন হতে আইলায় দয়াল
শাহজালাল আউলিয়া
যুগের আঁধার মাঝে
নুরের আলো জ্বালাইয়া।।

আউলিয়া পরশ জানি
নায়েবে রাসুল মানি
আশেকের শিরোমণি
তুমি গুণে গুণিয়া।।

প্রেমিকজনে প্রেমখেলায়
আমি আছি ভবজ্বালায়
উদ্ধারিয়া লও না আমায়
প্রেমের নৌকায় তুলিয়া।।

আশেক-প্রেমিক-ভক্তগণে
শান্তি পায় গুণগানে
আবদুল করিম দীনহীনে
কাঁদে জনম ভরিয়া।।

(ওলি স্মরণ)