অনুভব

যখনই শুনি বৃষ্টির শব্দ হয়,
মনে হয় যেন হাঁটছো তুমি
রিনিঝিনি নুপুর পায়।

যখনই শুনি নদীর কলতান,
মনে হয় যেন গাইছো তুমি
মিষ্টি সুরে কোন গান।

যখনই দেখি নিঃসঙ্গ কোন পাখি,
মনে হয় যেন অশ্রুসজল
তোমার দুটি আঁখি।

যখনই দেখি আকাশে তারার মেলা,
মনে হয় যেন তুমি আছ
সারারাত সারা বেলা।

যখনই দেখি মেঘের ফাঁকে সূর্যের ঝলক,
মনে হয় যেন আমারই দিকে তুমি
চেয়ে আছো অপলক।

যখনই দেখি চাঁদের উদ্ভাসিত হাসি,
তখনই বুঝি তোমায় আমি যে
কত ভালোবাসি।

যখনই দেখি দূর আকাশে ধ্রুবতারা,
তখনই বুঝি বাঁচবোনা আমি
তোমায় ছাঁড়া।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু