এলোমেলো কথা
কেন দাও আশা,
এ নয় নয় আজ সোজাসুজি বলো
ভালোবাসি এইটুকু বলো।
কাজের ছলে তুমি ঘরে ফিরে যাও
গানের আলাপে নিজেকে লুকাও,
হাসির কারুকাজে চোখেরই তারায়
সব কথা দিয়ে দূরে সরে যাও।
সুরের ছন্দে তুমি আশা জাগিয়ে
মন ছুঁয়ে যাওয়া বাঁশী বাজিয়ে,
বলবে বলবে বলে কিছু বলো নাই
আশায় আশায় মোর দিন চলে যায়।
কন্ঠ ও সুর: নাসিম আলী খান