দয়ার্দ্র কানন

এ যাত্রা ত’ বেঁচে গেছি, কিন্তু বারবার
ক্ষমা সে করবে না হে তেমন দয়ার্দ্র নয় সে কানন
যে-কোন অশুভ লগ্নে নাচাবে ময়ূর-নাচ, জেনো
এমন কিছুই অনাক্রমণীয় নয় এই ইন্দ্রিয় পঞ্চম,
বরং অনতিক্রম্য তার পৌরাণিক পরিভাষা
দারুণ লাবণ্যময়, রমণীয় গুণে একাকার
যত-না দেয় সে শান্তি তার চেয়ে বেশি হাহাকার
আন্ধার মান্দারগুচ্ছে, নিষ্পলক গোলাপে- গোলাপে
বৃক্ষচূড়ে, লতাগুল্মে, বাতাসের গোপন মর্মরে
-তার কোন দায়ভাগ আমাতে না বর্তে কি এমনিই
ছেড়ে দেবে? জানি, তেমন দয়ার্দ্র নয় সে কানন
যে-কোন অশুভ লগ্নে ঠিক জেনো জানাবে দংশন
তেমন কিছুই নয় আমার অস্তিত্ব ওহে সুদর, গোপন
এবং দারুণ ঈর্ষাময় ছন্দিত দন্তের ধার
যত-না দেবে সে জ্বালা, তার চেয়ে শান্তি দুর্নিবার
মাংসে-মাংসে ইন্দ্রিয়ের কুঞ্জে আর আত্মার কন্দরে
এনে দেবে। সে-ই কি আমার তবে একান্ত, পরম?

দ্বিতীয় যাত্রার ক্ষণে আর-বার যেন ক্ষমা না করে কানন।