আবার সেই
গলা তাক করে আঁশবঁটি এগিয়ে আসছে
যুদ্ধ একটা বাধাবেই
তবে একতরফা।
এভাবে কেন? এমনভাবে কেন?
কেন এলোমেলো
অপমানের কাদা মেখে, কেন
কবিতাপাঠ?
গলায় মালা, হাতে গোলাপকুঁড়ির আলোয়
ডুবতে-ডুবতে
বেঁচে থাকা?
গুরুদেবের কথা ভাবো
তরি
না ছিলো কাব্লের ধার
না ছিলো হাজতের নরক
তাহলে?
তাহলে আর কী!
ফাঁকি ফাঁকি সবটাই ফাঁকি
সবাই কী আর একভাবে হাঁটে
কথা বলে?