বস্তুর গ্রন্থনা থেকেই মুক্তি পেতে হবে
মুক্তি তো দেবার নয়, নিতে হবে প্রত্যক্ষে ছিনিয়ে
অথবা গোপনে কোনো মুক্তির মাধ্যমে প্রাপ্য তার
অবিসংবাদী প্রেম, উপঢৌকনের মতো মেঘ
যারা ভেসে আসে কোনো খোলা মাঠে, অব্যর্থ হাওয়ায়
বস্তুর গ্রন্থনা থেকে বস্তুকেই মুক্তি পেতে হবে-
একদিন।
তা না হলে সবই ব্যর্থ- উদ্যোগ, উদ্যম, অভ্যর্থনা
জীবনধারণ ব্যর্থ, ব্যর্থ সব কৃত্রিম প্রকৃতি
কায়ক্লেশ, দুঃখসুখ, মনেপড়া, স্বপ্ন ঘুমেঘোরে
বালকের দোলমঞ্চ, ভাঁটফুল, মর্নিং-স্কুল
ব্যর্থ ক্ষয়রোগ আর রক্তের ভিতরে তার খেলা
অমরতা নাম্নী নারীটিব ভূমধ্যে আমার
চুম্বন দেবার কথা- দেবো না, দেবো কোনদিনও
-এইভাবে
বস্তুর গ্রন্থনা থেকে বস্তুকেই মুক্তি পেতে হবে।।