গোয়ালপাড়ার দিক থেকে আসছি ফিরে
একা একা
সন্ধ্যা হয়ে গেছে
বৃষ্টিতে আমিষ গন্ধ ছড়ায় খোয়াই
কিছুক্ষণ আগে বৃষ্টি
তীব্র হয়ে গেছে
জানি না সাপের মুখ ছিঁড়ে গেছে কিনা
বিষ খসে গেছে কিনা কূশ-কাশবনে
সোনাঝুরি ফুলহান সোনাঝুরি বন
কানাল গর্জন করে উত্তরবাহিনী
ওদিকেই দামোদর
ঠিক কানালের ধানে শব্দের ভিতরে
কার কথা ফিরে না কেন?
তবে?
গিয়ে লাভ হবে?
সঙ্গে এসো। সুষমা দেখাবো।
দেখে আসি
চলো দেখে আসি।।