বৃষ্টিতে কেমন লাগবে, একদিন পুলকে পালক
ভিজিয়ে দেখেছি, ভালো তেমন লাগে না।
বরং বারান্দা থেকে যদি দেখি তুমি ভিজে কাক,
কেমন রোমাঞ্চ লাগে, প্রখর কনট্যুরে
ভাসে বয়া, সুঁড়িপথ, ধারালো কাতান,
অহরহ মেঘ করে সজল আকাশে,
কখনো চিক্কুর দেয়, শিরায় দোপাটি
ফেটে সর্বনাশ করে রক্তের ভিতরে…
ধ্বংস ধ্বংস করো দেহ মেঘ-বৃষ্টি-ঝড়ে।