দক্ষিণে তাকালে অন্ধ

দক্ষিণে তাকালে অন্ধ, অন্যদিকে এখনো বন্ধুতা-
এভাবে কি বাঁচা যাবে? যা নিষিদ্ধ তাকে দেখতে প্রাণ
বালকেরও ছুটে যায়, আমি তো প্রৌঢ় ও পারঙ্গম!
দক্ষিণে তাকালে অন্ধ, অন্যদিকে তবুও. বন্ধুতা…

মানুষের কাছে আজ, যেতে হলে, দুটি দিক আছে-
স্থায়ী ও রহস্যময় একটি দিক বন্ধ ও জটিল।
দিক দুটি, ভালো-মন্দ, পাপ ও পুণ্যের- দূরে কাছে
মানুষমাত্রেরই আজ, যেতে হলে, দুটি দিক আছে।

একটি, যে জন্মেছে পাপে, তাকে করা পুণ্যে সমুজ্জ্বল
পূজার মতন খাঁটি, পরিপাটি, অতসী চন্দনে।
অন্য, যে জন্মেছে পুণ্যে তাকে করা পাপে নিমজ্জিত
কিন্তু যে অর্ধেক পাপে অর্থ পুণ্যে তাকে কোন্ ছুতা

ধরতে হবে বাঁচতে গেলে? প্রেমে-কামে সন্ন্যাসে পীড়িত,
দক্ষিণে তাকালে অন্ধ, অন্যদিকে এখনো বন্ধুতা।।