কেন ক্রুদ্ধ নখ বেঁধে কাঁধের উপরে?
টিলাখানি চিৎ, কাঁধে গাছ তার শিকড় গেড়েছে
খর, হিংস্র নখ নয়, সম্ভোগ-সংক্রান্ত নখগুলি
বিঁধে, হল্লাগুল্লা করে, সানুদেশে আনন্দও করে।
কেন ক্রুদ্ধ নখ বেঁধে কাঁধের উপরে?
এই কি সময় ঐ দুজনের পর্যুদস্ত হওয়া
প্রেম ও পাথরে? আছে চতুর্দিকে বনবর্গী হাওয়া
ঝর্ণার নিকটে কিছু চাওয়া আছে গ্রামবাসীদেরও!
এই কি সময় ঐ দুজনের পর্যুদণ্ড হওয়া
প্রেমে ও পাথরে?