হাত পেতে দাঁড়িয়ে

হলুদ শস্যের মধ্যে হাত পেতে রয়েছে দাঁড়িয়ে
একা লোকটি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছে,
হলুদ শস্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছে
সারাদিন।
অন্নপূর্ণা, অন্ন দাও- ব’লে সেই যোজন বিস্তৃত
মাঠে, একা দাঁড়িয়ে রয়েছে।
পূর্ণ হয়ে যায় তার শূন্য করতল-