জানলা থেকে মুখ বাড়ালে নদী আমার ছোট্ট নদী
গঙ্গা থেকে ছুটে আসছো বাড়ির পাশে থাকবে ব’লে
আকাশ ভেঙে পড়লো হঠাৎ শহরে ময়দানের ঘাসে
জানলা থেকে মুখ বাড়ালে নদী আমার ছোট্ট নদী
হারিয়ে গেছে গলির শহর, বাস ডুবেছে, ডুবেছে ট্রাম
কলকাতা শহরটি দেখায় বানের জলে ভাসন্ত গ্রাম
চেনা যায় না, চেনা যায় না- গলির নদীর নৌকো বুকে
চলছে ছুটে এদিক-ওদিক, ঘাটগুলি ঐ সিঁড়ির প্রান্ত।
মেঘের বিমান যাচ্ছে উড়ে; আমরা গভীর শব্দ শুনি
শব্দ খুবই রহস্যময়- বরিশালের গাঙের পানি
যেমন ভাবে শব্দ করে, কামান দাগে জলের নিচে
তেমন মেঘে কাটছে আগুন, জল পড়ে এই মৃৎ পিরিচে।