মুখে থুবড়ে পড়ে আছে বটের ছায়ায়।
শান্ত কাঠামোয় আছে বাইশটি মৃত্যুর দাগ, জলের ভিতরে
চলে গেছে যন্ত্রপাতি, খোয়া গেছে আনমনা রং
আজ একা নদীতীরে শুয়ে আছে বাতিল তরণী-
প্রকৃত তরণী নয়, ঐ লনচ এখন ভাসে না
জলের ভিতরে ডুবে কোন্ স্বার্থ খুঁজতে গিয়েছিলো?
বাইশটি জীবন নিয়ে তার খেলা খুবই মারাত্মক
আজ একা নদীতীরে শুয়ে আছে বটের ছায়ায়
বিবেচনা-হারা হয়ে পড়ে আছে ঘাসের উপরে
শান্ত কাঠামোয় আছে বাইশটি মৃত্যুর দাগ সর্বাঙ্গে জড়িয়ে
কেন আছে, নিজেও জানে না।