কী জানি

ঝিঁঝির ক্রন্দন, গানতাও ভোরবেলা
আমাকে বোঝায় সন্ধ্যা
বেপরোয়া ছায়া ফিরে চেপে বসে স্তম্ভিত দেয়ালে
বেড়ালের মতো পাংশু
লোভে তার পড়োশি তছনছ
আমি লোভী একত্র আহার
সন্ধ্যারও সমাপ্ত ভোরে
সেরে রাখি
কী জানি কী হয়।